বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA : প্রধানমন্ত্রী আত্মপ্রচারে ব্যস্ত কেন ? : মমতা

Sumit | ০৪ এপ্রিল ২০২৪ ১৫ : ৩৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ির সভা থেকে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, প্রধানমন্ত্রী আত্মপ্রচারে ব্যস্ত কেন ? যদি ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী থাকেন তবে কেন বারে বারে এজেন্সিকে তিনি ব্যবহার করছেন ?  এদিন মুখ্যমন্ত্রী ক্যা নিয়েও ছিলেন সরব। তিনি বলেন, বাংলায় ক্যা করতে দেওয়া হবে না। ক্যা হলেই পরবর্তী পদক্ষেপ হবে এনআরসি। সেই কারণেই এখানে সেন্সাসের লোকদের দেওয়া রয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই একজন এনআরসি আতঙ্কে মারা গিয়েছেন। ক্যাতে নাম লেখালেই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজে রাজ্যকে বঞ্চনা প্রসঙ্গেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩ বছর ধরে আবাস যোজনার টাকা মেলেনি। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। তবে বাংলা কারও কাছে হাত পাতবে না। উত্তরবঙ্গের ঝড়ের ফলে যে ক্ষতি হয়েছে তা নিয়েও বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করতে পারছে না। কারণ এখন নির্বাচনী আচরণবিধি চলছে। কমিশনের কাছ থেকে সবুজ সঙ্কেত না পেলে রাজ্য সরকার কাজ করতে পারছে না। তবে দুর্যোগের খবর পাওয়ামাত্র তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্যে তদারকি করেছেন। জলপাইগুড়ি হাসপাতাল সেদিন খুব ভাল কাজ করেছে।   




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24